Headlines
Loading...
সবার কাছে নিজের জন্য দোয়া চাওয়া - Islamic Bangla

সবার কাছে নিজের জন্য দোয়া চাওয়া - Islamic Bangla

দোয়া কি

সাধারণত দোয়া বলতে আমরা অনেক কিছুই বুঝায়। আল্লাহর গুনগান, আল্লাহর বড়ত্ব, আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাওয়া ইত্যাদিকে দোয়া বোঝানো হয়।

দোয়া এমন একটি জিনিস যা দ্বারা আল্লাহ তাঁর সকল বান্দার তাকদীর পরিবর্তন করে। 

কিভাবে সবার কাছে নিজের জন্য দোয়া চাইবো?

দোয়া দুই প্রকার। 

১। অন্যের কাছে নিজের জন্য দোয়া চাওয়া।

২। কেউ খুশি হয়ে নিজ থেকে দোয়া করা।

আরো পড়ুন> আল্লাহর কাছে প্রিয় হওয়ার আমল!

অন্যের কাছে নিজের জন্য দোয়া চাওয়া

আমরা অনেকেই অন্যের কাছে দোয়া চাই যেমন: এলাকার কোন মুরুব্বী সাথে দেখা হলে কথা বার্তা বলার সময় আমরা বলে থাকি আমার ব্যবসার জন্য বা আমার জীবনের জন্য দোয়া করবেন। এরকম দোয়া কে অন্যের কাছে নিজের জন্য দোয়া চাওয়া বলা হয়।


কেউ খুশি হয়ে নিজে থেকে দোয়া করা

আমরা অনেক সময় অন্যের উপকার করি। মানুষদের কোন ফায়দা করলে আল্লাহর কাছে তারা আমাদের জন্য দোয়া করে। এবং আল্লাহ তা'আলা তাদের দোয়া সাথে সাথে কবুল করে। কিন্তু তাদের দোয়া অবশ্যই মন থেকে বের হতে হবে।


0 Comments: