Headlines
Loading...
আল্লাহকে খোদা বলে ডাকা নাকি শিরক? - ইসলামকি

আল্লাহকে খোদা বলে ডাকা নাকি শিরক? - ইসলামকি




    খোদা শব্দের অর্থ কি?

    খোদা একটি ফারছি ভাষার শব্দ। খোদা শব্দের বাংলা অর্থঃ মালিক, হাকিম, প্রভু। খোদা শব্দের আর অনেক অর্থ রয়েছে। কিন্তু এই ৩টি অর্থ বেশি প্রচলিত।

    খোদা বলা কি শিরক?

    অনেকে বলে যে, আল্লাহর ৯৯ টি গুনবাচক নামের ভিতরেত খোদা নামটি নেই। তাই আল্লাহকে খোদা বলে ডাকা যাবে না। আর অনেকে অনেক ধরনের যুক্তি দিয়ে থাকে। কিন্তু সকল যুক্তি গ্রহণ যোগ্য নয়।
    আল্লাহকে খোদা বলা কি শিরক না।

    আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কি?

    খোদা শব্দের বাংলা অর্থঃ মালিক, হাকিম, প্রভু। যা আল্লাহর ৯৯টি নামের মধ্যে হাকিম এবং মালেক নামের সমার্থক শব্দ। সুতরাং ভিন্ন ভাষাই আল্লাহকে তাঁর গুনবাচক নাম দরে ডাকা কোনো শিরক হবে না। সুতরাং আল্লাহকে খোদা বলে ডাকা যাবে।
    তবে আল্লাহ্‌ হল আল্লাহর জাতি নাম ও সব চাইতে গুরুতপূর্ণ নাম। আল্লাহ্‌ বলা ধারাই আল্লাহকে  সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার সাথে সরণ করা হয়। তাই আল্লাহকে আল্লাহ্ বলে ডাকাই উত্তম।

    0 Comments: