Headlines
Loading...
দোয়া কবুল হওয়ার আলামত




    সবার দোয়াই আল্লাহর নিকট পৌছায়। কিন্তু আল্লাহ সবার দোয়া কবুল কারে না। আবার কিছু মানুষের দোয়া সাথে সাথে কবুল হয়। কিন্তু আমরা দোয়া কবুল হলে বুঝতে পারিনা। কিন্তু অনেক আলেম গন কিছু দোয়া কবুল হওয়ার আলামত সস্পকে বলেছেন।

    দোয়া কবুল হওয়ার কিছু লক্ষণ রয়েছেঃ

    ১ঃ বেশি বেশি কান্না আসবে।

    ২ঃ গাঁ শির শির করে উঠবে।

    ৩ঃ আকাশে মেঘ যমবে।

    ৪ঃ শরীরে ঠাণ্ডা অনুভব হবে।

    বেশি বেশি কান্না আসবে

    কান্না করলে আল্লাহ্‌ তাঁর দোয়া কবুল করে এই কথা টা আমরা অনেক আলেমদের মুখে শুনতে পাই। দোয়ার সময় বেশি বেশি কান্না আসলে এটি একটি দোয়া কবুল হওয়ার আলামত।

    গাঁ শির শির করে উঠবে

    মানুষ কান্না করলে আল্লাহ্‌ তাঁর রহমতের ফেরেশতা পাঠান। ফেরেশতারা আমাদের শরীরে স্পর্শ করলে আমাদের গাঁ শির শির করে উঠে। তাই গাঁ শির শির করে উঠলে বুঝতে হবে দোয়া কবুল হওয়ার আলামত।

    আরো পড়ুন> আল্লাহর কাছে প্রিয় হওয়ার আমল!

    আকাশে মেঘ যমবে

    অনেক আলেম এই কথা বলে যে, দোয়ার সময় যদি আকাশে মেঘ যমে তবে বুঝতে হবে দোয়া কবুল হওয়ার আলামত।

    শরীরে ঠাণ্ডা অনুভব হবে

    আল্লাহ্‌ তাঁর প্রিয় বাদ্দার দোয়া কবুল করে তখন তার মনে অনেক শান্তি অনুভব করে। তাই দোয়া কবুল হওয়ার সময় শরীরে ঠাণ্ডা অনুভব হয়।

    0 Comments: