Headlines
Loading...

রমজান মাসের প্রস্তুতি

প্রতিটা মুসলমানদের গুনাহ মাফ করার মাসই হল রমজান মাস। আল্লাহ বিশেষ করে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর উম্মতদের এই বরকতময় মাস দান করেছেন। আল্লাহ এই বিশেষ রামজান মাসে অগনিত বান্দাদের মাফ করে দেয়।

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) বলেন,“যে ব্যক্তি রমজান মাসে নিজে কে পাপ মুক্ত না করতে পারলো তার মত কপাল পোড়া আর নেই”

তাই আমাদের রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। যেন রমজান আল্লাহর কাছে আমাদের সকল গুনাহ মাফ করতে পাড়ি।

১. বেশী বেশী আমল করার চেষ্টা করতে হবে

বেশী বেশী আমল করার চেষ্টা করলে রমজান মাসে আমরা এমনি অনেক আমল করতে পারব। রমজান মাসে আমল করতে কষ্ট কম হবে।

২. মসজিদ মাদ্রাসায় দান-সদকা বাড়িয়ে দিতে হবে

মসজিদ-মাদ্রাসায় রমজান মাসে দান-সদকা বাড়িয়ে দিতে হবে। এতে আমাদের মনে প্রশান্তি এবং আল্লাহতালাকে রাতে আমাদের জন্য অনেক পুরস্কার রেখেছেন। সদকা করলে আমল করতে মজা লাগে। 

৩. ঋণ দাবি পরিশোধ করতে হবে

পূর্বের ঋণ দাবি পরিশোধ করলে আমাদের আমলের কোনো ঘাটতি হবে না। আখেরাতের সকল পাওনাদার তার দেনাদারকে ধরবে। ওই সময়ে ঋণ পরিশোধ করতে হলে আপনার আঙুল দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। তাই রমজান মাসে পূর্বেই ঋণ পরিষদ করা ভালো। 

৪. নফল রোজা রাখতে হবে

রমজান মাসের পূর্বের দুই-তিনটি নফল রোজা রাখা ভাল। আমরা জানি রমজান মাসের 30 টি রোজা রাখতে হয়। যদি আমরা পূর্বেই ২-৩ টি রোজা রাখি তাহলে আমাদের ৩০টি রোজা রাখতে কষ্ট কম হবে।

আবার আমরা অসুস্থতার কারণে রমজান মাসে রোজা না রাখতে পারলে এই নফল রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। 

৫. সুন্নতি লেবাস ধারণ করতে হবে

পূর্বেই সুন্নতি লেবাস ধারণ করতে হবে। সুন্নত গুলো পালন করতে হবে। যেমন: মেসওয়াক করা, পাঞ্জাবি পায়জামা পরিধান করা। এগুলোই হচ্ছে সুন্নতি লেবাস। 

৬. মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে

আমরা সর্বদা মানুষের সাথে ভালো ব্যবহার করব। অনেকে আছে মানুষের সাথে কম কথা বলে। পূর্বে একটু মানুষের সাথে বেশি কথা বলার উপদেশ থাকলো। মানুষের সাথে কথা বললে মন ভালো থাকে। এবাদত করতে মজা লাগে।

অতএব উক্ত কাজগুলো করলে আমরা রমজান মাসে অনেক ভালো এবাদত করতে পারব। 

0 Comments: