বিটিএস কি?
বিটিএস হচ্ছে একটি করিয়ান টপ ব্র্যান্ড। যে ব্রেড নতুন নতুন গান তৈরি করে। তারা গানের সাথে নাচ পরিবেশন করে মানুষকে মনোরঞ্জন করে। বিটিএসের সাতজন ছেলে পরিবেশন করে।
তারা কেউই মুসলমান নয় বরং মুসলমান যুবক-যুবতীদের ইহুদী-নাসারাদের কালচারে অভ্যস্ত করে।
বিটিএস ফ্যান বলতে কি বুঝায়?
বিটিএস ফেল বলতে বুঝায় যারা এই বিটিএস গ্রুপ কে সাপোর্ট করে। বিটিএস কে মনেপ্রাণে বিশ্বাস করে এবং তাদের গান, ব্যবহার, আচার, আচরণ সবগুলো অনুসরণ করে।
বিটিএস ফ্যানরা বুঝাতে চায় তারা বিটিএস কে অনেক ভালোবাসে। বিটিএস এর পুরো দলকেই তারা অনেক পছন্দ করে। তাদেরকেই মূলত বিটিএস ফ্যান বলা হয়।
বিটিএস ফ্যান হওয়া কি হারাম?
আমরা আমাদের আগের পোস্টে পড়েছি বিটিএস কেন হারাম? এবং সাথেই ও বলেছি যে কয়টি কারণে বিটিএস হারাম।
আরো পড়ুন > BTS কেন হারাম?
বিটিএস যেহেতু হারাম তো তাদেরকে সমর্থন করাও হারাম। তাদের কালচার, ব্যবহার ও আচার-আচরণ যদি কোন যুবক যুবতী অনুসরণ করে তাদের পাপ হবে।