Headlines
Loading...
ইসলামে সবচেয়ে খারাপ মানুষ কে

ইসলামে সবচেয়ে খারাপ মানুষ কে

পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ কে?

আল্লাহ তায়ালা মানুষ ও জিন জাতিকে তার এবাদত এর জন্য সৃষ্টি করেছে। যারা আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মেনে জীবন যাপন করবে তাদের জন্য রয়েছে চির সুখের স্থান জান্নাত। আর যারা আল্লাহর আদেশ নির্দেশ অমান্য করে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কঠিন শাস্তি।

আল্লাহতালা যুগে যুগে অনেক নবী-রাসূলগণ পৃথিবীতে প্রেরণ করেছেন, শুধুমাত্র ইসলাম কে প্রচার করার জন্য। কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের জন্য নবী-রাসূলগণ ইসলাম প্রচার করতে অনেক অসুবিধা হয়েছে। যারা আল্লাহর কাজে বাধা দিয়েছে তারাই খারাপ মানুষ।

ইসলামে সবচেয়ে খারাপ মানুষ কে?

আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম দুইজনকে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে আখ্যায়িত করেছ। মহানবী (সাঃ) নমরুদ ও ফেরাউন কে ইসলামের সবচেয়ে খারাপ মানুষ হিসেবে গণ্য করেছে।

নমরুদ ও ফেরাউন ছিল জুলুমকারী বাদশা। তারা তাদের রাজ্যে অনেক অত্যাচার করত। ফেরাউন 400 বছর শাসন করেছে। এই 400 বছরে অনেক হত্যা, জুলুম, অবিচার, অত্যাচার করেছে।
তার ওই সময়ে ছোট কোন ছেলে বাচ্চা হলে সাথে সাথে মেরে ফেলা হতো। ফেরাউন নিজেকে সে খোদা দাবি করেছে। যারা যারা তাকে খোদার না মানত তাদেরকে, সে অত্যাচার করত এবং হত্যা করত।

আল্লাহতালা অত্যাচারীদেরকে পছন্দ করেনা। নমরুদ ও ফেরাউন হল ইসলামে সবচেয়ে খারাপ মানুষ।

0 Comments: