Headlines
Loading...

সাধারণভাবে স্বপ্ন হচ্ছে তিন প্রকার।

১। আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ।

২। শয়তানের পক্ষ থেকে ভয়-ভীতি প্রদর্শন।

৩। মনের কল্পনায় জন্মানো। (যে বিষয়টা নিয়ে এসে বেশি চিন্তা ফিকির করে সে সেই বিষয় এই সপ্নে কল্পনা করে)

তো আমরা জানলাম তিন প্রকার স্বপ্ন রয়েছে। এই তিন প্রকার স্বপ্নের মধ্যে শুধুমাত্র সৎ স্বপ্ন, যেটা আল্লাহ তা'আলার পক্ষ থেকে সুসংবাদ ওই স্বপ্নের সঠিক ব্যাখ্যা রয়েছে।

আমরা সাধারণত অনেকে অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। সব স্বপ্ন কিন্তু সত্য হয় না। একমাত্র আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সেই স্বপ্নটি বাস্তবতা হয়।

আল্লাহতায়ালা তাঁর প্রিয় প্রিয় বান্দাদের অনেক সময় অনেক সুসংবাদ দিতে স্বপ্ন দেখায়। হাদিস কোরানে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এই স্বপ্নের কথা ব্যাখ্যা রয়েছে। যে স্বপ্ন সত্যি হয়।

0 Comments: