Headlines
Loading...
তালেবান-যুক্তরাষ্ট্র মিলে কাজ করতে চাই

তালেবান-যুক্তরাষ্ট্র মিলে কাজ করতে চাই

যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের কাছে আফগানিস্তানে নতুন সরকারের স্বীকৃতি চেয়েছে তালেবান

শনিবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি জানান, সব দেশের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে চায় তালেবান এর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন এছাড়া আফগান সরকারের তহবিল আটকে দেওয়ার সমালোচনাও করেন তিনি।

বলেন, কেউনা স্বীকৃতি দিলে শুধু আফগানিস্তানের জন্যই নয় বরং সারা বিশ্বের জন্যই একটি বড় সমস্যা।

গোটা বিশ্বের কাছ থেকে স্বীকৃতি চাইল তালেবান

15 আগস্ট রাজধানী কাবুল দখলে নেয় তালেবান গঠন করে নতুন সরকারের। তবে এখনো কোনো দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তালেবানকে। কেবল আর্থিক সাহায্য দেওয়ার কথা দিয়েছে চীন ও পাকিস্তান।

“সব দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাই আমরা। যুক্তরাষ্ট্রের সাথে একসাথে মিলে কাজ করতে চাই। কিন্তু তার মানে এই নয় যে আফগানিস্থানে আবারও তাদের সেনাঘাঁটি করতে দেবো।

কোন দেশকে আর এদেশের মাটি ব্যবহার করতে দেবো না, কেউ আর সুযোগই পাবে না আমাদের নিয়ে রাজনীতি করার।” - জাবিউল্লাহ মুজাহিদ (মুখপাত্র, তালেবান)


0 Comments: