Headlines
Loading...
বিজ্ঞানে মুসলমানদের অবদান

বিজ্ঞানে মুসলমানদের অবদান

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান

শুধু সাধারণ শিক্ষায় নয়, বিজ্ঞানে মুসলমানদের অবদান সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। এ প্রচেষ্টা ও অবদানের উপর ভিত্তি করে মুসলমানগণ একসময়ে সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন।
বিজ্ঞানে মুসলমানদের অবদান


আধুনিক যুগের বিজ্ঞানে শাখায় মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি সফল। এ সকল মুসলিম মনীষীর মধ্যে কয়েক জন সম্পর্ক নিম্নরূপে উল্লেখ করা হলো-

চিকিৎসা শাস্ত্র

চিকিৎসা শাস্ত্র ক্ষেতে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মুলে রয়েছে মুসলমানদের অবদান। যাঁদের অবদানের কারনে চিকিৎসা শাস্ত্রে উন্নতির শিখরে পৌঁছেছে তাঁদের মধ্যে উল্লেখ্যযোগ্য-  • আবু বকর আল রাযি
  • আল বিরুনি
  • ইবনে সিনা
  • ইবনে রুশদ প্রমুখ

রসায়নশাস্ত্র

বিজ্ঞানের বিভিন্ন শাখার ন্যায় রসায়নশাস্ত্রেও মুসলমানদের অবদান অনেক। আল-কেমি (রসায়ন) শাস্ত্রে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান, আল কিন্দি, জুননুন মিসরি, ইবনে আব্দুল মালিক আল-কাসি বিশেষ অবদান রাখেন। তাঁদের নিরলস পরিশ্রম ও অকৃত্রিম অবদানের ফলে রসায়নশাস্ত্র আজ উন্নতির উচ্চশিখরে পৌঁছেছে।

ভূগোলশাস্ত্র

অজানাকে জানার আকাঙ্ক্ষা এবং বিস্তৃত এলাকায় লোকদের কেবলা নির্ধারণসহ নানা প্রয়োজনে মানচিত্রের খুব প্রয়োজন দেখা দেয়। ইসলাম প্রচারকদের দেশে দেশে গুরে গুরে ইসলাম প্রচার করতে হত।

এজন্য তাঁদের ভূগোল জানার অনেক প্রয়োজন হয়। এই প্রয়োজন মেটানোর জন্য অনেক মুসলমান মনীষী ভূগোল শাস্ত্রে অসামান্য অবদান রেখেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য-
  • আল মোকাদ্দাসি
  • আল মাসুদি
  • ইয়াকুত ইবনে আব্দুল্লাহ
  • ইবনে খালদুন
আমরা এসব মুসলিম মনিষীর জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখার অবদান রাখার চেষ্টা করব। সেই অনুযায়ী দেশ ও সমাজ গড়ার চেষ্টা করব।

0 Comments: